• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ দুপুর ১২:২৬:০১ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

পুলিশ সুপারের ছবি ব্যবহার করে অনলাইনে প্রতারণা: গ্রেফতার ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন ও পাঁচটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, গ্রেফতার আসামিরা ঢাকা জেলার পুলিশ সুপারের পোশাক পরিহিত ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করত। এমন অভিযোগের ভিত্তিতে ২৭ আগস্ট সকালে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে একটি গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহীর বাঘা থানার আশরাফপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইমন আলী, নাহিদুল ইসলাম ও তানজির ওরফে তানজু নামে তিনজনকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, প্রথম জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে ইমন আলীর নামে পূর্বে আইসিটি অ্যাক্ট এ ৩টি মামলা রয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।