• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ সকাল ১১:১০:৫৭ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

২৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৮:০৩

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির সন্তান ও ভাইয়ের প্রাণনাশের আশঙ্কায় তাদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Ad

২৪ জানুয়ারি শনিবার রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় এ জিডি করা হয়।

Ad
Ad

জিডির বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শহীদ ওসমান হাদির মেজো ভাই ওমর বিন হাদি থানায় উপস্থিত হয়ে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই তিনি এবং হাদির সন্তান প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন। তার ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চক্র এখনো গ্রেফতার না হওয়ায় যে কোনো সময় তারা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এ কারণে তিনি ও হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ ছাড়া জিডিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে ওমর বিন হাদিকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, সম্প্রতি অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে ওমর বিন হাদিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এ নিয়োগের কথা জানানো হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সে সময় তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছিলেন।

গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনকভাবে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের বরাতে জানা যায়, গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে বিদেশে নেওয়া হয়। পরে গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জাতীয় দলে ফিরছেন সাকিব
জাতীয় দলে ফিরছেন সাকিব
২৫ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫৩:৩২









Follow Us