• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৩৩:১৮ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

ডাইরেক্ট অ্যাকশনে পুলিশ অফিসার পপি

২৫ জুলাই ২০২৪ সকাল ১১:৩৫:২৫

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: কিছুদিন পর পর বিনোদন পাড়ায় হায়-হুতাশ শোনা যায়। কোথায় সাদিকা পারভীন পপি! পপি নাই! তাকে নিয়ে শোনা যেত নানা গুঞ্জন। এরই মধ্যে তার বিয়ে ও মা হওয়ার খবর পেয়ে গেছেন সবাই। নতুন খবর হচ্ছে পর্দায় ফিরছেন পপি। মুক্তি প্রতীক্ষিত পপির সিনেমার নাম ‘ডাইরেক্ট অ্যাকশন’।

নতুন এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। এতে তার বিপরীতে আছেন আমিন খান। ছবিতে আরও অভিনয় করেছেন মামনুন ইমন, অভি, শিরিন শিলা প্রমুখ।

ডাইরেক্ট অ্যাকশন ছবিটি বানিয়েছেন সাদেক সিদ্দিকী। তিনি বলেন, ‘এরই মধ্যে ছবির সেন্সর ছাড়পত্র পেয়ে গেছি। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে ছবিটি মুক্তি দেব। আপাতত সেটা আর করা যাচ্ছে না।

সিনে পাড়ায় বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করে ক্যারিয়ার শুরু করেছিলেন পপি। পেয়েছিলেন জনপ্রিয়তা। সেই পপি হঠাৎ হারিয়ে যান। কয়েক বছর আগে শিল্পী সমিতির নির্বাচনে এক ভিডিওবার্তার মাধ্যমে আবারও দেখা যায় তাকে। তারপর আবারও আত্মগোপনে চলে যান এই ঢালিউড অভিনেত্রী।

পরিচালক জানান বলেন, ‘শুটিং চলাকালে পপি বলেছিলেন, বিয়ের পর থেকে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন। যতদূর জানি, তিনি পরিবার নিয়ে ধানমন্ডিতে থাকেন। আমাদের উচিত তাকে নিজের মতো থাকতে দেওয়া।

বেশ আগে নির্মাণ কাজ শেষ হওয়া ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তির ঘোষণা এসেছিল বেশ কয়েকবার। বারবার পিছিয়ে দেওয়ার পর অবশেষে জানা গেল, এ বছর মুক্তি পাচ্ছে ছবিটি। যদি আবারও থমকে না যায়, তাহলে পপির নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তি পাবে আগামী ২৩ আগস্ট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রিয়েলমির ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ উদযাপন
৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১০:১৮





সংবাদ ছবি
বামনায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০৭:৩২