• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ভাদ্র ১৪৩২ রাত ০৮:১৫:২৩ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

আমার বিশ্বাস, বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে: রাহুল গান্ধী

১২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:১৯:২৩

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এ কথা বলেন।

রাহুল গান্ধীর এই বক্তব্য তাঁর দল কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে। তাছাড়া এ সংক্রান্ত তথ্য ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনেও এসেছে।

কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজের পোস্ট অনুযায়ী, সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে তাঁদের পুরোনো সম্পর্ক রয়েছে। তাঁর দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।

কংগ্রেসের এই নেতা বলেন, বাংলাদেশে চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের কিছুটা তাঁদের মধ্যে আছে। তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।

রাহুল গান্ধী আরও বলেন, আমরা বিষয়টি উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং এটা বন্ধ করতে চাই। যত দ্রুত সম্ভব এর অবসান ঘটানোটা বাংলাদেশ সরকারের দায়িত্ব।

প্রকাশিত পিটিআইয়ের ওই খবরে বলা হয়, সংবাদ সম্মেলনের আগে রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে (কংগ্রেস ভবন) একদল মার্কিন আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়।

এর আগে রাহুল গান্ধী চার দিনের অনানুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্র যান। মঙ্গলবার ছিল তাঁর সফরের শেষ দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
বকশীগঞ্জে বিখ্যাত মহিষের টক দইয়ের হাট
৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:২৬

সংবাদ ছবি
নারায়নগঞ্জে ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:১৯


সংবাদ ছবি
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক সপ্তাহে ১২ জনের মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৫:১৭