নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

২৫ জানুয়ারি রোববার সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।


অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১৪টি নতুন প্রকল্প, ৬টি সংশোধিত প্রকল্প এবং ৫টি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয় করা হবে।
সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকার খুব বেশি নতুন প্রকল্প গ্রহণ করেনি। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় ২৫ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই অতিরিক্ত অর্থ অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা জোরদার এবং রুশ জনবলের আবাসন সম্প্রসারণে ব্যয় করা হবে।
তিনি আরও জানান, একনেক সভায় রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প এবং পরিষ্কার বায়ু প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রামের লালখান বাজার-বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন এবং দোহাজারী-ঘুমধুম রেলপথ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available