• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ রাত ০৮:২০:৪৬ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নে কাজ করছে বিজিবি: কাজী মোস্তাফিজুর রহমান

২৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:৪৪

লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নে কাজ করছে বিজিবি: কাজী মোস্তাফিজুর রহমান

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ করছে বলে জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

Ad

২৫ জানুয়ারি রোববার চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় দায়িত্ব পালন করবে। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে।

Ad
Ad

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সারাদেশে বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে পর্যাপ্তসংখ্যক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স, কেএ-৯ ডগ স্কোয়াড এবং কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিসিবির ‘সাকিব কার্ড’
বিসিবির ‘সাকিব কার্ড’
২৫ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০৬:২৫










Follow Us