নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ইমামদের কল্যাণে ১০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, চলতি মাসের ২৮ তারিখে এ সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়া হবে।

২৫ জানুয়ারি রোববার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ধর্ম উপদেষ্টা বলেন, ‘দেশকে পাল্টাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। একটি মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে যে জুলাই সনদে বিসমিল্লাহ নেই। এসব অপপ্রচার থেকে সতর্ক থাকতে হবে।’ তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘গোলাপি ব্যালটেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।’ তিনি বলেন, ‘গুম, খুন ও নৈরাজ্যের যুগে ফিরে যেতে না চাইলে ‘হ্যাঁ’ ভোট ছাড়া বিকল্প নেই।’
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, অতীতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত ক্ষমতার কারণে দেশে স্বৈরতান্ত্রিক শাসনের পরিস্থিতি তৈরি হয়েছিল। নির্বাচন কমিশন স্বাধীন না থাকায় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার আওতায় আসবে। এতে দুর্নীতি কমবে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available