• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৩৯:১৩ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

৫ আগস্ট ২০২৫ সকাল ০৯:২২:২৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবেন। ৫ আগস্ট মঙ্গলবার মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠান আয়োজন করেছে সরকার। অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অংশ নেবেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের দল অংশ নেবে। দলের বাকিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসন অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত সাড়ে ১০টায়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
রিয়েলমির ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ উদযাপন
৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১০:১৮