• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:৪৩:৫৮ (29-Dec-2025)
  • - ৩৩° সে:

নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বারোপ করবে বিএনপি: ফখরুল

২৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৪২:২৩

নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বারোপ করবে বিএনপি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নত করা ও কর্মসংস্থার সৃষ্টিতে গুরুত্বারোপ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্বারোপ করব। আমাদের কৃষকদের যে সমস্যা, সেই সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করব।

Ad

২৯ ডিসেম্বর সোমবার ঠাকুরগাঁওয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

এ সময় মির্জা ফখরুল বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যে এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ-তিতীক্ষা এবং নির্যাতনের পরে..., দীর্ঘদিনের পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি। এবং আগামী ১২ ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে আমি আমার দল দ্বারা মনোনীত হয়েছি।

বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করার জন্য সাহায্য করবেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন আমাদের তৌফিক দেন, যেন আমরা সেইভাবে কাজ করতে পারি। জনগণের কাছে আবারও আমরা দোয়া চাচ্ছি।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মিডিয়া ছেড়ে নেকাব পড়ল মডেল সিমরিন লুবাবা
মিডিয়া ছেড়ে নেকাব পড়ল মডেল সিমরিন লুবাবা
২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৮:৫৮


আড়াইহাজারে গভীর রাতে শীতার্তদের খোঁজে ইউএনও
আড়াইহাজারে গভীর রাতে শীতার্তদের খোঁজে ইউএনও
২৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:০৪




Follow Us