নিজস্ব প্রতিবেদক: মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদ্য নিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদেরকে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এসময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।


সালেহ শিবলী বলেন, আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি প্রথমেই কথাটা এভাবে বলতে চাই বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় জনগণ সবাইকে সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছেন এই ধরনের একটি দেশ গঠনের জন্য রাষ্ট্র, সরকার, সমাজ গঠনের জন্য জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠা প্রয়োজন।
তিনি আরও বলেন, একটা জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা দায়িত্বশীল গণতান্ত্রিক স্বাধীন সংবাদ মাধ্যম গণমাধ্যম। আমরা আশা করি যে, আমরা যদি বাংলাদেশটাকে একটা কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই জনগণের আশা-ভাষা সব বুঝে যদি আমরা দেশটাকে একটি গন্তব্য নিতে চাই স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম দরকার।
আমরা সেজন্য কাজটা করব দল থেকে। আমি মনে করি আমার যে নতুন দায়িত্ব দলের পক্ষ থেকে দলের হয়ে জনগণের পক্ষ থেকে সংবাদপত্রের সঙ্গে যেভাবে যোগাযোগটা রক্ষা করা দরকার আমি সে কাজটাই সুন্দরভাবে করতে চাই এবং এইজন্য সবার সহযোগিতা দরকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available