• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ দুপুর ১২:৫৬:৪৭ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

নওগাঁর সাবেক সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি

৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫৮:৫৬

নওগাঁর সাবেক সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি

নওগাঁ প্রতিনিধি: দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁয় ডা. সালেক চৌধুরী নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

Ad

৪ জানুয়ারি রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে তাঁকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

Ad
Ad

বহিষ্কৃত ডা. সালেক চৌধুরী জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনি নওগাঁ-১ আসনে পোরশা সাপাহার নিয়ামতপুরের সাবেক সংসদ সদস্য।

ইতোমধ্যে বহিষ্কারের একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে জানতে চাইলে মামুনুর রহমান রিপন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্র থেকে ডা. সালেক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। যেটার চিঠি আমরা পেয়েছি।  

প্রতিক্রিয়া ও কারণ জানতে চাইলে সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরী মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমি এখনও জানি না। আর যদি বহিষ্কার করে থাকে সেটা নিয়মের মধ্যে হয়নি। কারণ, আগামী ২০ তারিখ পর্যন্ত সময় ছিল বিবেচনা করার। যদি আমি মনোনয়ন প্রত্যাহার না করতাম, তাহলে একটা কথা ছিল। আর যদি সত্যি সত্যি দল থেকে বহিষ্কার করে, তাহলে আমি নির্বাচন করবো। কারণ, আমার তো আর কোনো পথ নেই।

এদিকে বহিষ্কারের কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির নেতা সালেক চৌধুরী নওগাঁ-১ (নিয়ামতপুর-সাপাহার-পোরশা) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাঁকে মনোনয়ন না দিয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয়ভাবে মনোনীত করে কেন্দ্রীয় বিএনপি। যার কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরী।

উল্লেখ্য ডা. সালেক চৌধুরী নওগাঁ-১ (নিয়ামতপুর-সাপাহার-পোরশা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯৬ সালের ষষ্ঠ, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত হলেন পরপর তিন বারের সাবেক সংসদ সদস্য বিএনপির এই নেতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময় শেষ
পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময় শেষ
৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২৪:৫৩


রাঙ্গুনিয়ায় গলাকাটা মরদেহ উদ্ধার
রাঙ্গুনিয়ায় গলাকাটা মরদেহ উদ্ধার
৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০২:২৪



ডিএমপির ১৪ পুলিশ কর্মকর্তাকে পদায়ন
ডিএমপির ১৪ পুলিশ কর্মকর্তাকে পদায়ন
৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫৪:১২

মিরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মিরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৮:২০



Follow Us