• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ রাত ১১:৩৬:০১ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪৮:৩১

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর-ময়মনসিংহ সীমান্তের গারো পাহাড়সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

৪ জানুয়ারি বুধবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া এলাকা এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় একযোগে অভিযান চালান বিজিবি সদস্যরা।

Ad
Ad

অভিযানকালে অভিনব কায়দায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১০৫ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ, ৭টি কম্বল এবং ৩৪০টি ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us