স্পোর্টস ডেস্ক: বিগ ব্যাশ লিগে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক ম্যাচটি রাঙাল জয় দিয়ে। সিডনি থান্ডারের বিপক্ষে প্রথম ম্যাচেই ৪ উইকেটের জয় পেয়েছে তার দল হোবার্ট হারিকেন্স।

১৬ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেন্স। অভিষেক ম্যাচেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন রিশাদ হোসেন। তিন ওভারে মাত্র ১৮ রান খরচ করে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখলেও উইকেটের দেখা পাননি তিনি।


তবে হারিকেন্সের অন্য বোলাররা ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে সিডনি থান্ডার। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ক্যামেরন ব্যানক্রফট।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় হোবার্ট হারিকেন্স। ৪৮ রানে ভাঙে ওপেনিং জুটি। মিচেল ওয়েন ১৪ বলে ৩২ রান করে ফিরে যান। এরপর দলীয় ১০৯ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। আরেক ওপেনার নিখিল চৌধুরী ৩১ বলে ৪১ রান করে আউট হন।
মাঝে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও শেষ দিকে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে হোবার্ট। শেষ পর্যন্ত এক বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
গত আসরেই হোবার্ট হারিকেন্স রিশাদ হোসেনকে ড্রাফট থেকে দলে নিয়েছিল। তবে বিপিএলের সঙ্গে সূচির সংঘর্ষ থাকায় সে সময় তিনি খেলতে যেতে পারেননি। চলতি মৌসুমে দ্বিতীয়বার ড্রাফট থেকে নির্বাচিত হয়ে বিপিএল না খেলেই বিগ ব্যাশ লিগে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন রিশাদ, আর অভিষেকেই দলের জয়ে অবদান রাখলেন এই বাংলাদেশি লেগ স্পিনার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available