• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩২ রাত ১১:০৯:৫৮ (18-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আধাবেলা বন্ধ সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এ এফ এম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৫ ডিসেম্বর সোমবার অর্ধবেলা বসবে না সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। সেই সঙ্গে এই সময়ে বসবে না আপিল বিভাগের চেম্বার আদালতও।বিষয়টি নিশ্চিত করে সকালে সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধায় আজ আপিল বিভাগ প্রথমার্ধের পর আর বসবে না। এছাড়া হাইকোর্ট বিভাগ (লাঞ্চের পর) দ্বিতীয়ার্ধে বসবে না। সেই সঙ্গে আপিল বিভাগের চেম্বার আদালতও আজ বসবে না।এর আগে ১৪ ডিসেম্বর রোববার রাত পৌনে ১১টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এ এফ এম মেজবাহ উদ্দিন (৮০)। ১৫ ডিসেম্বর সোমবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ এফ এম মেজবাহ উদ্দিন। পরবর্তীতে ২০০০ সালের ২৮ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। এরপর ২ বছর দায়িত্ব পালন শেষে এ এফ এম মেজবাহ উদ্দিন আবারও আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।