• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ১১:০২:০৭ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকশীগঞ্জে ইয়াবাসহ আটক ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ উসমান গনি (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।২৯ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী রামরামপুর এলাকা থেকে তাকে আটক করেন। আটক উসমান গনি বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের কাবিল হোসেনের ছেলে। জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধানুয়া কামালপুর বিজিবির হাবিলদার আমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ উসমান গনিকে আটক করা হয়। অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাথরেরচর এলাকা থেকে ১৯৮০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে।বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ইয়াবা ট্যাবলেট ও বিজিবির হাতে আটক উসমান গনিকে থানায় সোপর্দ করেছে বিজিবি। এঘটনায় ধানুয়া কামালপুর বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।