• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৯:৩৯:৩৩ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লালপুরে ফুটবল খেলতে গিয়ে পদ্মায় কিশোরের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে উপজেলার তিলকপুর বালুরঘাট এলাকায় ফুটবল খেলতে গিয়ে আকাশ আলী (১৫) নামের এক কিশোর পদ্মা নদীতে ডুবে মারা গেছে।৩০ আগস্ট শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রজব আলী। নিহত আকাশ আলী তিলকপুর গ্রামের শাহিনের আলমের ছেলে।স্থানীয়রা জানান, আকাশ ও তার বন্ধুরা নদীর তীরে ফুটবল খেলছিল। খেলার সময় বল নদীতে পড়লে তা তুলতে গিয়ে আকাশ পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর রহমান।এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলার রুজু করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।