• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০১:০৮:৫৭ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ভোলায় ছাত্রলীগ ‌নেতাকে কুপিয়ে হত্যা

ভোলা প্রতি‌নিধি: ভোলায় ছাত্রলীগের এক নেতা‌কে কুপিয়ে হত‌্যা ক‌রেছে দু‌র্বৃত্তরা। খবর পেয়ে বসতঘ‌রের সাম‌নে থে‌কে ওই ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।নিহতের নাম মো. সাইফুল্লাহ আরিফ (২৮), তি‌নি ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়া‌র্ডের মস‌জিদ ই নববী সংলগ্ন এলাকার মো. ব‌শির মাস্টা‌রের ছে‌লে। তিনি ভোলা সদর উপ‌জেলার ছাত্রলী‌গের সহ-সভাপ‌তি ছি‌লেন।আজ ৩০ আগস্ট শ‌নিবার সকাল ৯টার দি‌কে পু‌লিশ তার মরদেহ ময়না তদ‌ন্তের জন‌্য উদ্ধার ক‌রেন।নিহতের বাবা মো. ব‌শির মাস্টা‌র বলেন, গতকাল রা‌তে সাইফুল্লাহ আরিফ বা‌ড়ি‌তেই ছি‌ল। সকা‌লে ফজ‌রের নামাজ পড়তে বের হ‌লে বসতঘ‌রের সাম‌নে সাইফুল্লাহর রক্তাক্ত মর‌হেদ প‌ড়ে থাক‌তে দে‌খে চিৎকার ক‌রলে স্থানীয়রা ছু‌টে আসেন।তিনি আরও জানান, সাইফুল্লাহ আরিফ‌কে ঘর থে‌কে বের ক‌রে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রেছে। হত‌্যাকাণ্ডে জ‌ড়িত‌দের খুঁজে বের ক‌রে শা‌স্তির দাবি ক‌রেন তিনি।ভোলা ম‌ডেল থানার পু‌লিশ প‌রিদর্শক (ও‌সি তদন্ত) শংকর তালুকদার জানান, নিহ‌তের মর‌দে‌হে দুইটি আঘা‌তের চিহ্ন পাওয়া গে‌ছে। ভা‌ড়ি কোনো বস্তু দি‌য়ে তা‌কে আঘাত ক‌রে হত‌্যা করা হ‌য়ে‌ছে। ত‌বে ময়না তদ‌ন্তের রি‌পো‌র্টে আমরা পু‌রো বিষয়‌টি নি‌শ্চিত হ‌তে পার‌বো। বিষয়‌টির তদন্ত চল‌ছে।