• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪২:২৫ (31-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।৩ আগস্ট রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।রাতে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, এপিএস সাগর হোসাইনকে হাসপাতালে স্বাগত জানান শফিকুর রহমানের ছোট ভাই এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।এপিএস সাগর হোসাইন জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতের আমির শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।রাষ্ট্রপতির পক্ষ থেকে খোঁজ নেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।প্রসঙ্গত, ওপেন হার্ট সার্জারির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শনিবার সকালে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়। আগামী তিন দিন তিনি আইসিইউতে থাকবেন। এরপর তাকে কেবিনে নিয়ে আসা হবে।