• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:০৩:২৫ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

অসুস্থকালীন সময়ে ভারতের দুজন কূটনীতিক দেখতে এসেছিলেন: ডা. শফিকুর রহমান

১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩০:৩৫

অসুস্থকালীন সময়ে ভারতের দুজন কূটনীতিক দেখতে এসেছিলেন: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার ও পরবর্তীতে গণমাধ্যমের প্রকাশিত সংবাদ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। বলেছেন, অসুস্থকালীন সময়ে অন্যান্য দেশের কূটনীতিকের মতো ভারতের দুইজনও দেখতে এসেছিলেন। পরে সেটা তারা প্রচার না করতে অনুরোধ করেন।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এমনটাই দাবি করেছেন। জামায়াতের আমিরের ফেসবুক পোস্টটি হুবহু তুলে নিচে ধরা হলো।

Ad
Ad

জামায়াত আমির লিখেছেন, ‘আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন—ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না।

আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।

তিনি আরও লিখেছেন, আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।

আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান
ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান
১ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:১৬:৪৭



নতুন বছরে সঞ্চয়পত্র নিয়ে সরকারের দুঃসংবাদ
নতুন বছরে সঞ্চয়পত্র নিয়ে সরকারের দুঃসংবাদ
১ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫৮:৫৩


বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল
১ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১০:২৬


Follow Us