লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় দিনমজুরের মৃত্যু
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ট্রেনের ধাক্কায় মোহাম্মদ হাসান (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল।৩১ জুলাই বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলার চুনতি বাজার থেকে বড়হাতিয়া সড়কের রেল ক্রসিংয়ের দক্ষিণে ৬৯৯ পিলার ও ১২০ নাম্বার ব্রিজের উপর রাত আনুমানিক ১০টার সময় এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ হাসান লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাদুর পাহাড় এলাকার সৈয়দ আহমদের পুত্র।পরিবার সূত্রে জানা যায়, হাসান মানসিকভাবে কিছুটা হতাশায় ছিলেন। চুনতি বাজার যাবে বলে তিনি ঘর থেকে বের হন, কিছুক্ষণ পর খবর আসে ট্রেনের ধাক্কায় মারা গেছেন।এ বিষয়ে রেলওয়ে সহকারী লোহাগাড়া স্ট্যাশন মাস্টার দিদার হোসেন জানান, ট্রেনটি স্টেশন অতিক্রম করার পর পরই আমি অফিসের বাইরে যাই, তাই দুর্ঘটনায় বিষয়টি তাৎক্ষণিক জানতে পারিনি।রেলওয়ে পুলিশ কর্মকর্তা শাহজালাল জানান, ট্রেনের ধাক্কায় একজনের প্রাণহানির খবর পেয়েছি, শরীরের বিভিন্ন অংশ খন্ড/খন্ড হওয়ায় মরদেহ দাফন করে ফেলেছেন স্থানীয়রা।