সাংবাদিকরা জাতির বিবেক: দুলু
স্টাফ রিপোর্টার নাটোর: নাটোর প্রেসক্লাবের চার দশক পূর্তির বর্ণিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।তিনি বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা আমাদের দিকনির্দেশক। কিন্তু দুঃখের বিষয়, গত ১৫ বছর আপনারা সত্য কথা তুলে ধরতে পারেননি। আমরা চাই, আপনারা ন্যায় ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করুন।’৫ জুলাই শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে র্যালির মাধ্যমে শুরু হয় নাটোর প্রেসক্লাবের ৪ যুগ পূর্তি উৎসবে এসব কথা বলেন তিনি।তিনি সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের ভাই হিসেবে পাশে থাকব। যে কোনো বিপদে আমার বাড়ির দরজা আপনাদের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে।’স্বাধীনতা যুদ্ধ ও সাংবাদিকদের অবদানের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যেমন সম্মান, তেমনি জুলাই বিপ্লবে যাঁরা রক্ত দিয়ে অধিকার আদায় করেছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত তাঁদের সম্মান জানিয়ে যাব।’প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি শহিদুল হক সরকার। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল হাসান।আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিনিয়র সদস্য রনেন রায়, এস. এম. মুনজুর উল হাসান, এবি এম মোস্তফা খোকন, হালিম খান, জুলফিকার হায়দার জোসেফ এবং রাজনৈতিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে নাটোরের বিশিষ্টজন, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। প্রেসক্লাবের চার দশকের পথচলা উদযাপনে এ আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন।