উল্লাপাড়ায় পিকনিকের নৌকায় ধাক্কা লেগে বাইচের নৌকা ডুবি, ২ জন নিহত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার অনুশীলনের সময় পিকনিকের নৌকার সাথে ধাক্কা লেগে বাইচের নৌকা উল্টে দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ত্রীমোহনীর দহুকুলা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, চাকসা দক্ষিণপাড়ার ‘মায়ের দোয়া’ নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষে ফেরার পথে ব্রিজ সংলগ্ন স্থানে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় বাইচের নৌকাটি উল্টে ডুবে যায়। এতে নৌকায় থাকা দুই জন প্রাণ হারান। তাদের একজনের নাম রইজ মন্ডল বলে জানা গেছে, অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।