নীলফামারীর কিশোরগঞ্জকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা
স্টাফ রিপোর্টার, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।১২ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়। এতে সহায়তা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে একটি সংগঠন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূর নাহার শাহাজাদী সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, কৃষি কর্মকর্তা লোকমান আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, সিনিয়র ডিরেক্টর চন্দন জাকারিয়া গমেজ, ডিপোটি ডিরেক্টর জেনি মিলগ্রেট ডি ক্রুমাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। এতে ইউএনও প্রীতম সাহা বলেন, আমরা সকলে মিলে কাজ করে কিশোরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করতে সক্ষম হয়েছি। আজকের এই সুন্দর একটি মুহুর্তে সবাই একত্রিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমরা চাই প্রত্যেকটা ছেলে সাহসিকতার সঙ্গে বাল্যবিবাহ ও শিশুশ্রমকে না বলুক। আমরা যারা অভিভাবক আছি তারা শিশুদের পাশে থেকে সবসময় সহায়তা করব ।তিনি আরও বলেন, আমাদের উপজেলা কোনো সমস্যার জনপদ হবে না, এটা হবে একটি স্বপ্ন ও শান্তির জনপদ। এ উপজেলাকে সুন্দরভাবে গড়ার জন্য সকল শ্রেণি-পেশার মানুষ সমানভাবে সহায়তা করব। আজকে উপজেলাকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করছি। আমরা সকলে মিলে বাল্যবিবাহ ও শিশুশ্রমকে প্রতিহত করব।