• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:২০:৪৬ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মোল্লাহাটে মাদকসহ যুবক আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বাস তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা।২৮ অক্টোবর মঙ্গলবার ভোরে উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম মো. রুহুল শেখ ওরফে আব্দুল্লাহ (৩৪)। তিনি খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার বাসিন্দা ও নবমুসলিম বলে জানা গেছে।মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক জানান, চট্টগ্রাম পতেঙ্গা থেকে মংলাগামী রয়েল পরিবহন (বাস নং: ঢাকা মেট্রো-ব-১১-২৩৩৪) তল্লাশির সময় অভিযুক্ত যাত্রীর নীল রঙের ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি করে গাঁজা, মোট ৬ কেজি।পরে মাদকসহ রুহুল শেখকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।