• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৯:৩৮:৫০ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গাজীপুরের বোর্ড বাজার এলাকায় রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের গাছা থানাধীন হাজী আহমদ আলী পাবলিক স্কুলের গলির রোডে মেহেদী হাসান শামীম ও কলমেশ্বর রোকেয়া সরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন মাস্টারের দুই বাড়ির মাঝের খালি জায়গা থেকে আরিফ (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৫ আগস্ট সোমবার বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে স্থানীয়দের চোখে পড়ে ওই মরদেহ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে গাছা থানা পুলিশ।পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছয়তলা একটি ভবন থেকে পড়ে আরিফের মৃত্যু হয়েছে। নিহত আরিফ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বাঁশবাড়ি কলোনির বাসিন্দা। তিনি আব্দুল জব্বার ও রাবেয়ার ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, আরিফের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক, চুরি ও ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে।গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলছেন, মৃত ব্যক্তির অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকাবাসী তাকে চেনেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।