কালিয়াকৈরে মৌচাক ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকল্পে কর্মীসভা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।১ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার ও সদস্য সচিব মুহসীন উজ্জামান।এ সময় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ মৌচাক ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।