বকশীগঞ্জে মাল্টি স্টেক হোল্ডারের সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) প্রকল্পের উপকারভোগীদের আর্থিক বিষয়ে অন্তর্ভুক্তি বিষয়ক উপজেলা পর্যায়ে মাল্টি স্টেক হোল্ডারের সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ জুন বুধবার সকালে বেসরকারি সংস্থা ইএসডিওর বাস্তবায়ন সহযোগিতায় এবং জামালপুর জেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, স্বপ্ন-২ প্রকল্পের কো অর্ডিনেটর মো. শহীদুল্লাহ, প্রজেক্ট অফিসার আবদুস সাত্তার, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাসেল মাহমুদসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।সভায় স্বপ্ন-২ প্রকল্পের কার্যক্রম, এ প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের জীবন মানের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে কার্যক্রমকে গতিশীল করার ব্যাপারে আলোচনা করা হয়।