পাবনায় পৌর জাকের পার্টির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি: ইসলাম ঈমাম ও এহ্সান এই নীতিকে বিশ্বাস করে জাকের পার্টির পাবনায় সদর পৌরসভা শাখার উদ্যোগে জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।২৯ অক্টোবর বুধবার বিকেলে সদর পৌর এলাকার রাঘবপুর অনন্ত বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা সদর ও পৌর এলাকার জাকের পার্টির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।দলের পৌর সভাপতি মো. মফিজ উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ভার্চুয়াল সংযোগ হয়ে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল। তিনি বলেন, যারা এই দেশ থেকে লুটপাট কররছে তারা আজ বিতাড়িত হয়েছে। অন্যায় করে টিকে থাকা যায় না। আমরা বিশ্বাস করি, সকল অন্যায়ের বিচার হবে। আর জাকের পার্টি এই দেশের মানুষের অধিকারের কথা বলে। তাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য জাকের পার্টির বিকল্প নাই।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দলের জেলা কমিটির সভাপতি কাজী হায়দার, সহ-সভাপতি মো. আবুল সরদার, সহ-সভাপতি মো. ইফতেখারুল আলম, পাবনা সিরাজগঞ্জ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা সাংগঠনিক মো. জাকির হোসেন, জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতা মো. লিটন শেখ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান হাদি, প্রচার সম্পাদক মো. আলাউদ্দিন, পৌর সাধারণ সম্পাদক খন্দকার ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা।জনসভায় আলোচনা সভা শেষে উপস্থিত নেকর্মীদের সাথে নিয়ে শোভাযাত্রা করেন দলের সদস্যরা। শোভাযাত্রাটি দলীয় সমাবেশ স্থল থেকে বের হয়ে অনন্দবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সভা স্থলে গিয়ে শেষ হয়।