• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ রাত ০৮:৪৫:২৫ (09-Jan-2026)
  • - ৩৩° সে:
ফের উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার

ফের উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায়।৭ জানুয়ারি বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক।কারখানা সূত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কারখানার স্বাভাবিক উৎপাদনের জন্য প্রতিদিন গড়ে ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তবে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে তিতাস গ্যাস কোম্পানি গ্যাসের চাপ কমিয়ে দেওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি পুনরায় গ্যাস সংযোগ পেয়ে উৎপাদনে ফিরে কারখানাটি। কিন্তু উৎপাদন শুরুর মাত্র চার দিনের মাথায় অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত ৭টার পর আবারও উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।পরবর্তীতে ২৪ নভেম্বর থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি পাওয়ায় ইউরিয়া উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রায় ৩০ দিন ধরে বিভিন্ন ত্রুটি মেরামতের পর ২৩ ডিসেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে পূর্ণাঙ্গ উৎপাদনে যায় কারখানাটি। তবে মাত্র ১৫ দিনের মাথায় অ্যামোনিয়া প্লান্টে ফের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার রাত থেকে আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।এ বিষয়ে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক জানান, ‘অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বর্তমানে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে। মেরামত সম্পন্ন হলে দ্রুতই আবার উৎপাদনে ফিরে যাবে কারখানাটি।’