• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ ভোর ০৫:২৫:৩৫ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে দলিল জালিয়াতি মামলায় শিক্ষকসহ ২জন কারাগারে

২২ আগস্ট ২০২৪ সকাল ০৯:১৮:০০

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটে দলিল জালিয়াতি ও ভূমি আত্মসাৎ মামলায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকসহ ২ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের (কানাইঘাট) সিআর ২৭৯/২০২৩ মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। আসামীরা হলো- কানাইঘাট উপজেলার জুলাই আগরচটি গ্রামের হাজী আইয়ুব আলির পুত্র মো. আব্দুছ ছালাম ও তার বড় ভাই মো. আবু সাঈদ।

তাদের বিরুদ্ধে দলিল জালিয়াতি করে অন্যের ভূমি আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়। মামলায় দীর্ঘ দিন ধরে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার ২০ আগস্ট তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

মো. আব্দুছ ছালাম পেশায় একজন সরকারি প্রাথমিক শিক্ষক হলেও তিনি জালিয়াত চক্রের মূল হোতা বলে এলাকাবাসীর অভিযোগ। এ মামলা ছাড়াও দলিল জালিয়াতির অভিযোগে শিক্ষক আব্দুছ ছালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে আরো দুটি মামলা বিচারাধীন রয়েছে। জমি জালিয়াতির অপর একটি মামলায় তিনি আগেও গ্রেফতার হয়েছিলেন।

মামলাগুলো হচ্ছে- সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আমলি আদালতের (কানাইঘাট) সিআর মামলা নং-২৩/ ২০১৬ ও (কানাইঘাট) সিআর মামলা নং-২১৩/২০২৩। 

জালিয়াত শিক্ষক আব্দুছ ছালামকে জেলহাজতে প্রেরণ করায় এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে। আদালতের সেরেস্তাদার (বেঞ্চ সহকারী) এ মামলায় আব্দুছ ছালাম ও তার ভাই আবু সাঈদকে জেলহাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭