স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় যখন গোটা জাতি শোকাহত, তখন একটি মহল সেই দুর্ঘটনাকে পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পতিত স্বৈরাচারের দোসররা এই দুঃসময়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
২৩ জুলাই বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে দেশে একটি দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে দিক নির্দেশনা দিচ্ছেন। তাঁর নির্দেশে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দুর্ঘটনার পরপরই উদ্ধার ও সহায়তা কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েন।”
তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমেই একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব। স্কুলে বিমান দুর্ঘটনার পর সরকারের নানা অদক্ষতা ও দুর্বলতা জনগণের সামনে স্পষ্ট হয়েছে।”
বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান এর সভাপতিত্বে প্রাক্তন ছাত্রদের আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদ আলম রাশেদ, জেলা শ্রমিকদলের সভাপতি এ কে এম মনিরুল হক মনির, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, বিএনপি নেতা জাহিদ হোসেন মালা, সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, সাবেক ভিপি নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available