• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ সকাল ১১:১৬:৪২ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোবাইলে ক্যাসিনো অ্যাপ থাকলেই ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা

২৬ আগস্ট ২০২৫ দুপুর ১২:৪৬:৩৯

সংবাদ ছবি

মেহেরপুর প্রতিনিধি: যদি কারো মোবাইলে অনলাইন ক্যাসিনো অ্যাপ থাকে তাহলে তার দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।

২৫ আগস্ট সোমবার সকাল ১১টাই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাকসুদা আকতার খানম আরও বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২০ অনুযায়ী অনলাইন জুয়া খেলা, জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড প্রযোজ্য। তাই যারা ভাববেন এই জুয়া লটারির মত টাকা কামানোর জায়গা তারা খেলার আগে দুইবার চিন্তা করবেন।

সকলকে সতর্ক এবং জুয়া থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, আমাদের ধর্ম, সমাজ এবং দেশের আইন এই জুয়াকে সমর্থন করে না। মেহেরপুর জেলাকে এই অনলাইন জুয়ার কলঙ্ক থেকে মুক্ত করার জন্য আমরা আজ থেকেই অভিযান শুরু করবো।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপালসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বামনায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০৭:৩২




সংবাদ ছবি
ঘাসের বস্তায় মিললো ১ লাখ ৩০ হাজার ইয়াবা, আটক ১
৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪১:৩২