• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩২ রাত ০৩:৩৭:৪৬ (31-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকার চেকসহ ব্যাগ ফেরত দিলেন ছাত্রদল নেতা

৩০ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪৯:০৬

সংবাদ ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সততার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন, নাটোরের নলডাঙ্গার রিয়াজুল ইসলাম।

রাস্তায় কুড়িয়ে পাওয়া ব্যাগে থাকা ২০ লাখ টাকা চেক ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ ব্যাগ ফেরত দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন যমুনার ইলেকট্রনিকের জোনাল ম্যানেজার ও নলডাঙ্গার ব্রহ্মপুর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। তিনি উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের মো. আক্কাস আলীর ছেলে। তিনি পাবনায় কর্মরত আছেন।

৩০ আগস্ট শনিবার নলডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলামের মাধ্যমে দুপুরে প্রকৃত মালিকের নিকট ২০ লক্ষ টাকার চেক ও গুরুত্বপূর্ণ ডকোমেন্টসহ ব্যাগ হস্তান্তর করা হয়।

এর আগে গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধা ৬টায় নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা এলাকায়। মোটরসাইকেলের চালক দ্রুতগতিতে নাটোর দিকে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেল থেকে ব্যাগটি ছিটকে পরে যায়। রিয়াজুল ইসলাম ব্যাগ পেয়ে তাকে ডাকে ও মোটরসাইকল নিয়ে তার পেছনে ছুটে। রাত হওয়ার কারণে তাকে আর পাওয়া যায়নি।পরে ব্যাগে থাকা কাগজে লেখা ঠিকানা পাওয়া যায়। সেই ঠিকানা অনুযায়ী,ব্যাগটি রাজশাহীর বাঘার আব্দুল হাকিমের। তিনি নাসির গ্রুপের ফল্ট গ্লাস গ্রুপের সহকারী ম্যানেজার হিসাবে টাঙ্গাইলে কর্মরত আছেন।

এসময় উপস্থিত ছিলেন বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সাংবাদিক ফজলে রাব্বী, সাংবাদিক রাশেদ আলম, সান্টু ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বাকী সুমন,আব্দুল মোমিনসহ প্রমুখ।

হারানো ব্যাগ ফেরত পেয়ে উচ্ছ্বসিত আব্দুল হাকিম বলেন,বর্তমান সময়ে রিয়াজুল ইসলামের মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সাংবাদিক রাশেদ আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বাকী সুমন,আব্দুল মোমিন বলেন, রিয়াজুল ইসলাম যে, দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমাজে বিরল। তার এ সততা শুধু নাটোর নয়, সারাদেশের মানুষের জন্য এক শিক্ষণীয় ঘটনা হয়ে থাকবে। রাষ্ট্রের উচিত এসব সততা সম্পন্ন মানুষকে পুরস্কৃত করা, তাহলে তারা সমাজের জন্য আরও ভালো কাজ করতে উৎসাহী হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
মাদক ও কিশোর গ্যাং ঠাঁই নেই : হেলাল তালুকদার
৩০ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৫৫


সংবাদ ছবি
সরিষাবাড়ীতে সাপের কামড়ে নারীর মৃত্যু
৩০ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:০৯


সংবাদ ছবি
নিজের জুস খেয়ে নিজেই অজ্ঞান
৩০ আগস্ট ২০২৫ বিকাল ০৫:২৭:৪৯