চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের প্রকোপ বাড়লেও বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কমছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৭৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বাকী ১২৪০ জন বহির্বিভাগে শনাক্ত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন।
২ সেপ্টেম্বর মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
হাসপাতালের সূত্রে জানা যায়, আগের ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ জন। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এ ছাড়া, হাসপাতালটির বহির্বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। এর মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ১ শিশু রয়েছে। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয় ২ জনকে। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। তবে ২৪ ঘণ্টায় কাউকে রেফার করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। বর্ষা মৌসুম শেষ হওয়ার কারণে এখন ডেঙ্গু রোগী ভর্তির পরিমাণ কমেছে। তাই বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা কম। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত রোগীর অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া, ক্রিটিক্যাল রোগীদের রাজশাহীতে রেফার করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের সহোযোগিতায় মাইকিং কার্যক্রম চালু আছে। প্রতিটি মসজিদে জুমার দিনে ইমামদের মাধ্যমে মুসল্লিদের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। আশা করছি, সাধারণ মানুষ সচেতন হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available