• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:২২:২৪ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৪৫:৪৫

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে তাদের কাছ থেকে একটি দেশে তৈরি বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন মো. পারভেজ ও তার সহযোগী আশরাফ আলী সিকদার।

স্থানীয়দের বরাতে জানা গেছে, উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়ায় তুচ্ছ ঘটনার জেরে ভাগিনা পারভেজ তার মামাকে গুলি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পারভেজ ও আশরাফ আলীকে গ্রেফতার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ