ঝিনাইদহ প্রতিনিধি: ‘মেয়েদের বড় হতে দিন, মানবাধিকারের পক্ষে দাঁড়ান’ প্রতিপাদ্যে ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত হয়েছে। জেলার বেসরকারি সংস্থা সারভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) কার্যালয়ে এ উপলক্ষে সচেতনতা বৃদ্ধিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

১০ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরিস্থ পদ্মা ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল। বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাংবাদিক আহমেদ নাসিম আনসারী ও পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা।
ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল বলেন, কিশোরীদের ওপর সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। কিশোরীদের অধিকার সম্পর্কে পরিবার, সমাজ ও দায়িত্বশীল ব্যক্তিদের অবগত হতে হবে।
তিনি বলেন, সমাজে কিশোরীদের শিক্ষার সুযোগ ও স্বপ্নের কথা কেউ গুরুত্ব দিতে চায় না। কিন্তু সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধ হলে কিশোরীদের অধিকার নিশ্চিত করা সম্ভব। এ ছাড়া সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে মানবাধিকার ও কিশোরীদের অধিকার নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা নিতে হবে।
তিনি কঠোর হস্তে বাল্যবিবাহ রোধ করে কিশোরীদের স্কুল পর্যায়ে শিক্ষা থেকে ঝরে পড়া রোধ করার ওপর গুরুত্বারোপ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available