অনলাইন ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়ার মৃত্যুর দুই দিন পর আবেগঘন স্মৃতিচারণ করেছেন তার নাতনি জাইমা রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা।

১ জানুয়ারি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাদী খালেদা জিয়ার সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন জাইমা রহমান। পোস্টের ক্যাপশনে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ‘বিদায়-বেলায়’ থেকে নির্বাচিত পংক্তির মাধ্যমে দাদীর সঙ্গে কাটানো সময়ের অনুভূতি প্রকাশ করেন।


জাইমার পোস্টে কবিতার বিদায় ও বেদনার আবহে উঠে আসে প্রিয়জন হারানোর গভীর শোক, ভালোবাসা ও নীরব কষ্টের প্রকাশ। কবিতার ভাষায় তিনি দাদীর প্রস্থানে নিজের অনুভূতি তুলে ধরেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, দুই দিন আগে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না–ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশ-বিদেশে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available