• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ রাত ১০:৪৪:৫৯ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

৬ জানুয়ারিতেই হবে জকসু নির্বাচন: জবি শিক্ষক সমিতি

১ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০৫:১৪

৬ জানুয়ারিতেই হবে জকসু নির্বাচন: জবি শিক্ষক সমিতি

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ৬ জানুয়ারি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এ জন্য  প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির কার্যালয়ে জকসু নির্বাচন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, জকসু নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নে শিক্ষকদের দায়িত্বের মধ্যে যা যা পড়ে, তার সবই করা হবে।

Ad
Ad

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “আগামী ৬ জানুয়ারিতেই জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষকদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই হবে প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা ভবিষ্যতে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে ইতিহাসের অংশ হয়ে থাকবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসাইন। তিনি জানান, গত ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় উপাচার্য একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন। ওই সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে জকসু নির্বাচন স্থগিতের বিষয়টি গৃহীত হয় এবং উপস্থিত সব সদস্যই এতে সম্মতি দেন। তবে সভা শেষে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশেষ করে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দীনকে এই সিদ্ধান্তের জন্য দায়ী করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।
এ প্রেক্ষাপটে সভাপতির বিভাগীয় কক্ষে তালা দেওয়া এবং তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনাকে শিক্ষক সমাজের সম্মানহানিকর ও নিন্দনীয় কাজ হিসেবে উল্লেখ করেন শিক্ষক নেতারা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক তার লিখিত বক্তব্যে বলেন, অধ্যাপক ড. রইছ উদ্দীনের নেতৃত্বেই স্বল্প সময়ের মধ্যে মাত্র দেড় মাসে জকসু নির্বাচনের খসড়া নীতিমালা প্রস্তুত করে সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। পাশাপাশি ইউজিসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিটিতেও তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, জকসু নির্বাচন না হওয়াকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থী, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পেজ পরিকল্পিতভাবে শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শিক্ষক সমিতি এসব বিভ্রান্তিকর প্রচারণা ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১৫:০৫

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৫:৪৩




বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
১ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৩:১২






Follow Us