• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ রাত ১১:০৫:৫৬ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন

১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৫:৪৩

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের ইসলামীর সঙ্গে ‘নির্বাচনি সমঝোতা’ জোট গঠনের পর জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতা পদত্যাগ করেছেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। এর আগে দল ছাড়েন আর দুই নেতা।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার ফেইসবুক পেইজে পোস্ট দিয়ে তার পদত্যাগের কথা জানিয়েছেন তিনি।

Ad
Ad

চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সামনের সারির নেতাদের দল এনসিপি রাজনীতিতে নতুন বন্দোবস্তের লক্ষ্য ধরে বিদায়ী বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে।

জামায়াতের সঙ্গে জোট করার খবরের মধ্যে রোববার এনসিপি থেকে পদত্যাগ করেন তাজনূভা জাবীন, তিনি দলটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

তার আগের দিনই এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন দলটির সামনের সারির পরিচিত মুখ তাসনিম জারা।

পদত্যাগের বার্তা দিয়ে ফেইসবুকে মুরসালীন লিখেছেন, “আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিলাম, সেই বিস্তারিত ব্যাখ্যা ভিডিও বার্তায় জানালাম। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।”

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসার পাশাপাশি দলের মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করার বিষয়টিও বলেছেন তিনি।

সম্প্রতি এনসিপির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির ‘সেক্রেটারি’ হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করার তথ্য দিয়েছেন তিনি।

জামায়াতের সঙ্গে জোট বাঁধার ক্ষেত্রে এনসিপির ৩০ জন কেন্দ্রীয় নেতা শনিবার আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছেন। তাদের একজন মুরসালীন।

সেদিন জামায়াতের সঙ্গে জোটে আপত্তির বিষয়ে তিনি বলেন, “কিন্তু তার মানে তো এই না যে আমরা দল ছেড়ে যাচ্ছি কিংবা দল ভেঙে দিচ্ছি। বিষয়টা তো এমন না। এটা একটা পলিসিগত সিদ্ধান্ত। একটা সিদ্ধান্তের আমরা বিরোধিতা করেছি। এটা হচ্ছে মূল ব্যাপার। দ্বিমত পোষণ সিদ্ধান্তের সঙ্গে কিন্তু পদত্যাগ নয়।”

রোববার ফেইসবুকে পোস্ট দিয়ে দলের নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াতে ইসলামী ‘নির্ভরযোগ্য মিত্র না’। দলটির তরফ থেকে সহযোগিতা নেওয়া বা তাদের সঙ্গে সমঝোতায় যাওয়ার জন্য এনসিপিকে ‘কঠিন মূল্য চুকাতে হবে’।

এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম দলের ও নির্বাচনি কার্যক্রমে সক্রিয়া না থাকার ঘোষণার খবর এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১৫:০৫

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৫:৪৩




বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
১ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৩:১২






Follow Us