• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ দুপুর ০২:২৯:১২ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বিকেলে

২ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪২:৪৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে তা আজ জানা যাবে। 

Ad

২ নভেম্বর রোববার বিকেল ৩টায় চলতি (নভেম্বর) মাসের জন্য এই দাম ঘোষণা করা হবে। একই সঙ্গে অটোগ্যাসের নতুন দামও নির্ধারণ করা হবে।

Ad
Ad

এর আগে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কিত নির্দেশনা বিকেল তিনটায় ঘোষণা করা হবে। পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে।

সবশেষ গত ৭ অক্টোবর এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

এ ছাড়া একই সময়ে অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়। সে সময় ভোক্তা পর্যায়ে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমে ও ৭ দফা বৃদ্ধি পায়। এ ছাড়া গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছিল। আর এপ্রিল, মে, জুন ও নভেম্বর দাম কমেছিল। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
সুদানে ড্রোন হামলায় নিহত ৪০ জন
৪ নভেম্বর ২০২৫ দুপুর ০১:২৫:১২




সংবাদ ছবি
নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
৪ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২৭:৫৮



Follow Us