• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:১৫:৩০ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

দাবি আদায়ে ইউজিসি অভিমুখে মেরিটাইম শিক্ষার্থীদের লং মার্চ

১৪ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৭:৪৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নাম পরিবর্তন, সেমিস্টার ফি হ্রাস এবং স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে ১৪ জানুয়ারি মঙ্গলবার ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে।

সকাল সাড়ে নয়টায় শিক্ষার্থীরা মিরপুর ১২ এর অস্থায়ী ক্যাম্পাসে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন। তারা বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এর আগে, সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ৫ আগস্টের পর তৃতীয়বারের মতো আন্দোলনে নামেন। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ মিরপুর ১২ এর পল্লবী মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান করছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়। সমুদ্রভিত্তিক অর্থনীতি গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি যাত্রার এত বছর পরেও স্থায়ী ক্যাম্পাস না পাওয়া এবং অত্যধিক সেমিস্টার ফিসহ নানা সমস্যায় জর্জরিত। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মেরিটাইম ইউনিভার্সিটির বিভিন্ন বিষয় সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এই আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা আজ ইউজিসি অভিমুখে লং মার্চ শুরু করলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০