• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৪৯:৫৫ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

প্রতিবন্ধকতা মোকাবেলা করেও ডাকসু নির্বাচন হবে: ঢাবি উপাচার্য

২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪৯:৪৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিনিধি: যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে এবং এতে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সোমবার রাত নয়টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাবি ভিসি বলেন, “যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি, ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই।”

তিনি সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন নিয়ে আজকের হাইকোর্ট ও চেম্বার জজ আদালতের আদেশের বিষয়টি উল্লেখ করেন। আইনিভাবে মোকাবেলায় ১২ সদস্যের আইনজ্ঞ প্যানেল করা হয়েছে বলেও জানান তিনি।

ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া উল্লেখ করে ভিসি জানান এই মামলাও বাধা–বিপত্তির অংশ।

“ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এই বিষয়ে কোনো রাখঢাক নেই। একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া অভ্যন্তরীণ, বহিস্থ- বহুমুখী বাধা – বিপত্তি আসবে এবং আসছে। কোনো কোনো ক্ষেত্রে যতটুকু আশঙ্কা করেছিলাম পরিস্থিতি তার থেকে ভালো আছে। কারণ আমাদের শিক্ষার্থীদের ব্যাপক সাড়া আছে," বলেন তিনি।

"আমরা অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা করেই মাঠে নেমেছি। সবাইকে সাথে নিয়ে একতাবদ্ধ হয়ে নেমেছি। বাধা-বিপত্তি আছে। এবং এই যে মামলা–মোকদ্দমা হচ্ছে সেগুলোও আইনগতভাবে মোকাবেলা করছি এগুলোও এই বাধা-বিপত্তির অংশ,” বলেন ড. নিয়াজ আহমেদ খান।

একইসাথে নির্বাচন স্থগিতের বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে হয়েছে কোনো কোনো মাধ্যমে এমন প্রশ্ন তোলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অবান্তর কথা-বার্তা বলা যাবে না।

তিনি বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়ে পরিস্থিতি ভালো আছে। কারণ ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদের সাড়া আছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল
২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৪২:০০





সংবাদ ছবি
রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৩:২৭