• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৫০:১২ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইবি ক্যাফেটেরিয়ায় যুক্ত হল পর্দানশীন নারীদের বিশেষ কর্নার

৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫৭:৪৬

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে যুক্ত করা হয়েছে পর্দানশীন নারীদের জন্য বিশেষ কর্নার। ক্যাফেটেরিয়ার এক কোণে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে কর্নারটি। এ জায়গায় বসে পর্দানশীন নারীরা নির্বিঘ্নে খাবার গ্রহণ করতে পারবেন।

৭ সেপ্টেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার এই বিশেষ কর্নার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ‘পর্দানশীন মেয়েদের আলাদা জায়গার বিষয়ে শিক্ষার্থীরা অবগত করে আসছিলেন। অনেক নারী শিক্ষার্থী আছে যারা পর্দা মেনে খাবার খেতে চান। এটা ভেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ছেলে-মেয়ে একসাথে খাবে এটা যেমন বিশ্ববিদ্যালয়ের কালচার, তেমনি কেউ পর্দার নিয়ম মেনে জীবন পরিচালনা করবে এটাও কালচার। ছেলে-মেয়ে একসাথে বসে খাবার খাবে সেই টেবিলগুলো উন্মুক্ত আছেই। তবে যারা পর্দা মেনে খাবার খায়, তাদের অধিকারটুকু যেন থাকে সেই জায়গা থেকেই এটা করা হয়েছে।’

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পরিচালককে খাবারের মান বাড়ানোর ব্যাপারেও তাগাদা দেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জয় শ্রীলঙ্কার
৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৩০:৫৮