নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রচার-প্রচারণা গেল রাতে শেষ হয়ে গেছে। ছয় বছর বিরতির পর বিপুল উৎসাহ-উদ্দীপনায় আগামীকাল মঙ্গলবার ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গত ২৬ আগস্ট থেকে রোববার ৭ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত টানা ১৩ দিন প্রার্থীরা তাঁদের প্রচারণা চালিয়েছেন। গত ১৩ দিনে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। এখন শুধু ভোটের অপেক্ষা।
সোমবার সকাল ৬টা থেকে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য টিএসসিতে সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সোমবার বিকাল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারা দিন বন্ধ থাকবে। নির্বাচনের দিন রিকশা-মোটরসাইকেল চলাচল করতে পারবে না। শুধু ঢাবির স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে।
নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অত্র নিরাপত্তাব্যবস্থা নিয়োজিত সব অফিসার ও ফোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োজিত প্রক্টোরিয়াল টিমের সঙ্গে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবেন। ডিএমপি কমিশনারের তত্ত্বাবধানে সার্বিক বিষয় তদারকি করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), জয়েন্ট কমিশনার (অপারেশন) ও এসি অপারেশন।
ডিএমপি সূত্র জানায়, আজ সোমবার নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের ১৪৯১ সদস্য। এর মধ্যে নারী সদস্য ১৭৫ জন। মঙ্গলবার দায়িত্ব পালন করবেন ২০৬৪ জন। তাদের মধ্যে নারী সদস্য ২১৫ জন। নির্বাচনের পরের দিন বুধবার দায়িত্ব পালন করবে ৮১৯ জন। নারী সদস্য ৭৫ জন। পাশাপাশি থাকবে সাদা পোশাকে মহানগর গোয়েন্দা পুলিশ, বোম নিষ্ক্রিয়করণ দল, সোয়াট টিম, ড্রোন ক্যামেরা।
ফুট প্যাটেল ব্যবস্থা: ফুলার রোড, কলাভবন, শহিদ মিনার, মল চত্বর, কেন্দ্রীয় মসজিদ, কার্জন হল, ঢাবির মেট্রো স্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, লেদার টেকনোলজি ও আইবিএ হোস্টেল এলাকায়।
স্ট্রাকিং রিজার্ভ ফোর্স: ভিসির বাংলো, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজ কল্যাণ ইনস্টিটিউটের কাছাকাছি শাহনেওয়াজ ভবনের সামনে এবং শাহবাগ থানা ও নিউ মার্কেট থানায়।
টিএসসি সাব-কন্ট্রোলরুম: সব ব্যারিকেড চেকপোস্ট, ভোট কেন্দ্রভিত্তিক নিরপত্তা, ফুট প্যাটেল, স্ট্রাকিং রিজার্ভসহ মোতায়েন সব নিরাপত্তাব্যবস্থা যাবতীয় কার্যক্রম মনিটরিং ও প্রয়োজনে ফোর্স মোবিলাইজেশন করবেন। থাকবে একটি এপিসি, একটি ওয়াটার ক্যানন, একটি কমান্ড ভেহিক্যাল ও একটি অ্যাম্বুলেন্স। এছাড়া সিসিটিভি ক্যামেরা মনিটরিং করবেন সিনিয়র সিস্টেম এনালিস্ট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
কন্ট্রোল রুমে স্ট্যান্ডবাই: আবদুল গনি রোডস্থ পুলিশ কন্ট্রোল বুথ, ছয় প্লাটুন, মিরপুর কন্ট্রোল রুমে চার প্লাটুন, রাজারবাগ পুলিশ লাইন্সে চার প্লাটুন ও পিওএম পূর্বে থাকে এক প্লাটুন ফোর্স।
ব্যারিকেড চেকপোস্ট (নির্বাচনের দিন): শাহবাগ থানার সামনে, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, দোয়েল চত্বর, শিববাড়ী ক্রসিং।
ক্যাম্পাসে চলবে শাটল সার্ভিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার জনসংযোগ দপ্তরের দেওয়া এক বিবৃতিতে শাটল সার্ভিসের সময়সূচি ঘোষণা করেছে প্রশাসন।
জনসংযোগ দপ্তরের দেওয়া তথ্যমতে, ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে আটটি ভোটকেন্দ্রে শাটল সার্ভিস চলমান থাকবে। কেন্দ্রগুলো হলো ছাত্র-শিক্ষক কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও কার্জন হল কেন্দ্র।
ভোট গণনা হবে ওএমআর মেশিনে
ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হবে ওএমআর মেশিনে। ভোট গণনার জন্য এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেশিনের ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট প্রদান শেষ হলে প্রথমে হাতে গুনে ১০টি ব্যালট পেপার পরীক্ষা করা হবে এবং সেই ১০টি পেপার আবার এই ওএমআর মেশিনে দেওয়া হবে। এরপর যদি হাতে গোনা ফলাফল ও ওএমআর মেশিনের ফলাফল এক হয় তাহলে তখন ওএমআর মেশিন ঠিক ফলাফল দিচ্ছে বলে ধরে নিয়ে যতগুলো ভোট কাস্টিং হয়েছে সেগুলোর ব্যালট পেপার ওএমআর মেশিনে দিয়ে ফলাফল বের করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available