• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:২৫:১৮ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সৈয়দপুরে সবজির দাম কেজিতে দ্বিগুণ বৃদ্ধি, দিশেহারা খেটে খাওয়া মানুষ

২৭ আগস্ট ২০২৫ দুপুর ০২:৪১:৪৪

সংবাদ ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন বাজারে হঠাৎ করে তিনগুণ বেড়েছে সকল প্রকার সবজির দাম। বাজার সারতে গিয়ে দাম শুনে দিশেহারা অনেকে। সবজির আকাশচুম্বী দামে সাধারণ মানুষ পড়েছে চরম বিপাকে। তবুও নজর নেই বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের।
প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে উপজেলার বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। বাজারে বেশিরভাগ সবজির দামই ৫০ টাকার উপরে কেজি। আর হুট করে বেড়েছে কমে যাওয়া পেঁয়াজ ও মরিচের দামও।

বুধবার ২৭ আগস্ট সৈয়দপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সকল প্রকার শাক-সবজির দাম উর্ধ্বমুখী। সৈয়দপুর আধুনিক পৌর সবজি বাজারের ব্যবসায়ী মো. ভলু মিয়া জানান,বন্যার কারণে জমিতে সবজি পচে গেছে। তাই বাজারে সবজি সংকট দেখা দিয়েছে। তিনি বলেন প্রত্যেক সবজির দাম বেড়েছে। কারণ বাড়তি দামে আড়ত থেকে সবজি ক্রয় করতে হচ্ছে। তাই বাড়তি দামে কিনে আরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে বাজারের ব্যবসায়ী মো. স্বাধীন হোসেন জানান, আমার ব্যবসায়ী জীবনে এমন বাড়তি দাম কখনো দেখেনি। তিনিও বলেন, দফায় দফায় বন্যার কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। যার ফলে বাজারে দাম বৃদ্ধি পেয়েছে।
এদিকে সৈয়দপুর আধুনিক পৌর সবজি বাজার সমিতির সভাপতি মো. জয়নুল হক বলেন, দুই সপ্তাহ ধরে বাজার দাম বাড়তিমুখী। এ দাম আরো বাড়তে পারে বলে জানান তিনি।

একই কথা জানালেন ব্যবসায়ী মাসুদ শেখ, ডিপজল,ও মোসলেম উদ্দিন। তারা বলেন কয়েক সপ্তাহ আগে আমরা পেঁয়াজ বিক্রি করেছি ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। বর্তমানে দেশী পেঁয়াজ বিক্রি করছি ৯০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে। তারা বলেন, সহসা দাম কমবে বলে মনে হচ্ছে না।

বর্তমানে বাজারে করলার কেজি ৬০ টাকা, যা দুই সপ্তাহ আগে ছিল ৩০ টাকা। বরবটি ৮০ টাকা। এটিও কেজি ছিল ৩০ টাকা। বেগুন ডোপা কেজি ৭০ টাকা, যা কিছুদিন পূর্বে ছিল ১৫ টাকা। বেগুন লম্বা কেজি ৬০ টাকা,যা কয়েক দিন পূর্বে ছিল ১৫ টাকা। আলু দেশী ২৩ টাকা, হলেন্ডার ২০ টাকা। লাউ ছোট আকারের ৬০ টাকা, যা কয়েকদিন আগে ছিল ২০ টাকা। কচু বা সজী কেজি ৬০ টাকা, যা ছিল ২০ টাকা কেজি। রসুন কেজি ১১০ টাকা,যা ছিল কয়েক দিন আগে ৭০ টাকা, কাচা মরিচ কেজি ৪শ টাকা। আদা কেজি ২শ টাকা, পটল কেজি ৬০ টাকা। পুইশাক ৪০ টাকা, লালশাক ৪০ টাকা, কমলী শাক ৪০ টাকা, পাটা শাক ৪ টাকা,কদু শাক ৩৫ টাকা,সবুজ শাক ৪০ টাকা, ঝিঙে ৭০ টাকা,শাকপুতি (তরাই) ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

সৈয়দপুর অফিসার কলোনী থেকে বাজার সারতে আসা মাহবুব আলী বলেন, সবজির দাম শুনে মাথা কাজ করছে না। তাই অল্প কিছু বাজার করে বাসায় যাচ্ছি।

নতুন বাবু পাড়ার বাদল মিয়া বলেন,বাজারে সকল প্রকার নিত্যপণ্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বাজার দামে মানুষ দিশেহারা। সরকারকে এখনই বাজার নিয়ন্ত্রণ করা দরকার।

সৈয়দপুর আধুনিক পৌর সবজি বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন,শীতের আগাম সবজি এখনো বাজারে আসেনি। তবে কিছুদিনের মধ্যে আসবে। এটি এলেও দাম কমার সম্ভবনা নেই।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর- ই - আলম সিদ্দিকী বলেন, বাজারে যদি কেউ অতিরিক্ত দাম নেয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
বকশীগঞ্জে সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ
৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১০:২৮




সংবাদ ছবি
চীন অপ্রতিরোধ্য, কাউকে ভয় পাবে না: শি জিনপিং
৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:২১:১০