• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৪২:৩৮ (07-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কালাইয়ে শিয়ালের কামড়ে শিশুসহ দুই গ্রামের ৯ জন আহত

৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫১:০৫

সংবাদ ছবি

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল ও আওড়া গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ দুই গ্রামের কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।

৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন গুরতর আহত হওয়ায় তাকে জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, কালাই পৌর সদরের সড়াইল গ্রামের মফিদুল খন্দকার  (৪০), আব্দুল আজিজ (৫৫), আবু বক্কর সিদ্দিক  (৬০), জান্নাতুন (৫), ববিতা (৩০) আব্দুর রশিদ (৫৫), আওড়া গ্রামের মোস্তাফিজুর (৩০), আতিক(২০)। আহতদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন গুরতর আহত হওয়ায় তাকে জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ালের কামড়ে কান ছিড়ে যাওয়া সড়াইল গ্রামের আহত মফিদুল খন্দকার বলেন, এশার নামাজের সময় আমাকে এবং তারপর ছোট ভাইয়ের মেয়ে, আমার চাচাতো ভাইয়ের বউসহ ১০-১২ জনকে কামড় দিয়েছে।

আহত সড়াইল গ্রামের সাবেক কমিশনার আব্দুল আজিজ বলেন, আমি ওযু করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলাম। পথে হঠাৎ করে একটি শেয়াল এসে আমার মুখে আচর মেড়ে চলে যায়।

আহত আওড়া গ্রামের সবুজ বলেন, আমি গ্রামে বসে ছিলাম। হঠাৎ করে একটি শেয়াল আমাকে আক্রমণ করে। আমার ডান হাতে কামড় মাড়ে। গ্রামের লোক আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার লিনা জানান, শেয়ালের কামড়ে আক্রান্ত হয়ে বেশ কিছু লোক এসেছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্ক টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার কানে বেশ বড় ক্ষত হয়েছে। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে ২০ জন আহত
৭ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:০৬:৫৪