• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:৩১:৪০ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটি শহর থেকে অস্ত্রের মুখে নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা

৩ মার্চ ২০২৪ সকাল ০৮:২৭:৫৪

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহর থেকে অস্ত্রের মুখে টিটু নামের এক নির্মাণ শ্রমিককে তুলে নিয়ে গেছে উপজাতীয় সন্ত্রাসীরা।

২ মার্চ শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় শহরের কলেজ গেইট এলাকা থেকে তাকে তুলে নিয়ে গেছে বলে জানা গেছে।

কলেজ গেইট এলাকায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রেস্ট হাউস নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন তিনি।

সংশ্লিষ্ট উন্নয়ন কাজের বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ সেলিম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানিয়েছেন, বিষয়টি আমরা এইমাত্র জানলাম। খোঁজ নিয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

জানাগেছে, সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহরে ঘাঁটি গেড়ে বসা একটি আঞ্চলিক সংগঠনের উপজাতীয় সন্ত্রাসীরা চাঁদার দাবিতে টিটুকে ফোন করে তাদের সাথে দেখা করতে বলেছিলো। টিটু দেখা না করায় শনিবার মধ্যরাতে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। টিটুর বাসা কলেজ গেইট এলাকায় এবং সে নির্মাণ শ্রমিক। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ