কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কালিগঞ্জ বাজার এলাকায় মোল্লা মেডিকেল হল নামের একটি ওষুধের দোকানে রোগী দেখার সময় ডাক্তার আবু ফরহাদ মাহবুব (৪০) নামে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এসময় ফার্মেসির ভিতর থেকে তার নামে ব্যবহৃত দুই শতাধিক প্রেসক্রিপশন ফাইল ও কয়েক শতাধিক লিফলেট জব্দ করা হয়েছে।
২৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করেন। পরে নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৪ ধারা লঙ্ঘনের অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের অতিরিক্ত কারাদণ্ডের শাস্তি প্রদান করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিণাত ফৌজিয়া জানান, কেরানীগঞ্জ একটি অত্যন্ত জনবহুল এলাকা। তাই এখানে অনেকেই বিভিন্ন ফার্মেসিতে ভুয়া ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণার মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। তিনি বিএমডিসি সনদ নকল করে এই ফার্মেসিতে কয়েক মাস যাবত রোগী দেখছিলেন। আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করেছি এবং ফার্মেসির মালিককে পরবর্তীতে ডাক্তার বসানোর ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলাপ করে ডাক্তার নিয়োগের পরামর্শ প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available