• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ রাত ১০:৪৪:৫৮ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস পেলেন ‘উইমেন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস’

১ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০১:০২

প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস পেলেন ‘উইমেন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি স্কুল প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস ‘উইমেন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস’-এ এশিয়া থেকে নারী শিক্ষায় সিলভার ও লিডার অব দ্য ইয়ার বিভাগে ব্রোঞ্জ অর্জন করেছেন। তিনি ঢাকার নিউ ইস্কাটনে অবস্থিত নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল।

Ad

তিনি ২০২৫ উইমেন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডসে এশিয়া অঞ্চল থেকে নারী শিক্ষা বিভাগে রানার-আপ (সিলভার অ্যাওয়ার্ড) এবং লিডার অব দ্য ইয়ার (এশিয়া –বাংলাদেশ) বিভাগে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Ad
Ad

উইমেন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস বিশ্বব্যাপী শিক্ষা, নেতৃত্ব, টেকসই উন্নয়ন, মানবিক কার্যক্রম, অ্যাডভোকেসি, স্বাস্থ্য ও উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা নারীদের সম্মানিত করে। এই পুরস্কার নৈতিকতা, প্রভাব ও সেবাভিত্তিক নেতৃত্বকে গুরুত্ব দেয়। এশিয়া অঞ্চল থেকে মারিনেজ ভিয়ার গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেন, আর মারিয়াম নূর ইউনুস নারী শিক্ষায় সিলভার এবং নেতৃত্বে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

শিক্ষা ক্ষেত্রে প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে মারিয়াম নূর ইউনুস একজন প্রতিষ্ঠিত স্টার্ট-আপ স্কুল বিশেষজ্ঞ, ইংরেজি শিক্ষক, কারিকুলাম ডিজাইনার, একাডেমিক স্ট্র্যাটেজিস্ট ও স্কুল লিডার হিসেবে সুপরিচিত। তিনি স্কুলের ধারণাগত পর্যায় থেকে প্রতিষ্ঠান গড়ে তোলা ও রূপান্তরের ক্ষেত্রে বিশেষ দক্ষতার জন্য পরিচিত এবং প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা ও উদ্ভাবনী কারিকুলাম ডিজাইন করে একটি স্পষ্ট একাডেমিক পরিচয় গড়ে তুলেছেন।

তার পেশাগত অবদানের মধ্যে রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ইংলিশ মিডিয়াম সেকশন প্রতিষ্ঠায় সহায়তা, স্ট্রাইড ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা, যা পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে বেস্ট স্কুল অ্যাওয়ার্ড লাভ করে, এবং একাধিক স্কুলকে গুরুত্বপূর্ণ উন্নয়ন ও রূপান্তর পর্বে সফল নেতৃত্ব প্রদান।

তিনি নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের নেতৃত্ব দিচ্ছেন, যা একটি নতুন স্টার্ট-আপ প্রতিষ্ঠান। এখানে তিনি শক্তিশালী একাডেমিক ভিত্তি গড়ে তোলা, শিক্ষকদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থী-কেন্দ্রিক স্কুল সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করছেন। স্কুলটির কারিকুলাম ডিজাইন বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে ভ্যালু-বিল্ডিং ও স্কিল-বিল্ডিং সপ্তাহ অন্তর্ভুক্ত রয়েছে, যা শিক্ষার্থীদের চরিত্র, দক্ষতা ও বৈশ্বিক নাগরিকত্ব গঠনে সহায়তা করে। তার নেতৃত্বাধীন প্রতিটি স্কুলেই তিনি নিজ হাতে এমন কারিকুলাম কাঠামো তৈরি করেছেন, যা উদ্ভাবন, একাডেমিক কঠোরতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটায়।

স্কুল নেতৃত্বের পাশাপাশি মারিয়াম নূর ইউনুস একজন শিক্ষা উদ্যোক্তা। তিনি তার নিজস্ব উদ্যোগ এরিসমা স্কুল সলিউশনস পরিচালনা করেন, যার মাধ্যমে তিনি স্কুল লিডারদের কৌশলগত সহায়তা দেন এবং শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন।
এই সম্মাননা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে মারিয়াম নূর ইউনুস বলেন, ‌‘এই পুরস্কার আমাকে মনে করিয়ে দিয়েছে যে প্রতিটি সংগ্রাম, এগিয়ে যাওয়ার প্রতিটি সিদ্ধান্ত এবং সেবার প্রতিটি মুহূর্তই মূল্যবান। এই স্বীকৃতি শুধু আমার নয়-এটি সেই সব শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল নেতাদের, যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন এবং আমার সঙ্গে কাজ করেছেন।’

এই সম্মাননার পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনে আরও উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছেন। ২০২৩ সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট তাকে বিশ্বের শীর্ষ ৬০ শিক্ষকের একজন হিসেবে নির্বাচিত করে। এছাড়াও তিনি গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড (একেএস), আইকনিক ইংলিশ টিচার অ্যাওয়ার্ড, ইনোভেশন ইন এডুকেশন অ্যাওয়ার্ড (ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ডস, ইউএই) এবং ওম্যান অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড (ইউকে)।

উইমেন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডসে আঞ্চলিক বিজয়ীদের তালিকা:

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১৫:০৫

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৫:৪৩




বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
১ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৩:১২






Follow Us