• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩২ রাত ০৩:২৭:২৪ (07-Sep-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

‘৩ দিনের মধ্যে সচিবালয়ে আগুনের উৎস ও কারণ তদন্ত করে রিপোর্ট দেবে কমিটি’

২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:২৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এই ঘটনার সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত রিপোর্ট চায় সরকার।

এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে গেছে। সেখানে অনেক অর্থ লোপাটের নথিপত্র ও তদন্তের ফাইলপত্র ছিল।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ
৬ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৪৭