নিজস্ব প্রতিবেদক: কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘যাঁরা কর ফাঁকি দিচ্ছেন, তাঁরা জনগণকে ঠকাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এনবিআর। যেখানেই কর ফাঁকিসংক্রান্ত সঠিক ডকুমেন্ট পাওয়া যাচ্ছে, সেখানেই এনবিআর পদক্ষেপ নিচ্ছে। কর ফাঁকির বর্তমান যে চিত্র, আশা করছি এগুলো ঠিক হয়ে যাবে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ধীরে ধীরে এনবিআরের মধ্যে স্বচ্ছতা বাড়ছে, মানুষের মধ্যে স্বচ্ছতা আসবে। কোনো কর ফাঁকিবাজই পার পাবেন না। আমরা তো সব ক্ষেত্রে পুরনো ব্রিটিশ পদ্ধতি থেকে সরে এসে অটোমেশনের দিকে এগিয়ে যাচ্ছি।


পেশাজীবীদের জন্য আলাদা একটা ডিজিটাল অটোমেটেড রেজিস্টার করা যায় কি না, সে বিষয়ে ভাবছি।’
মো. আবদুর রহমান বলেন, ‘এখন যাঁদের বিষয়ে ক্যাটাগরি অনুযায়ী তথ্য-উপাত্তসহ ডকুমেন্ট আমাদের হাতে আসে, সে অনুযায়ী আমরা তাঁদের ধরছি। এমনকি আমরা প্রতিটি কর অঞ্চলের প্রতিটি সার্কেলেও আলাদা করে গোয়েন্দা কার্যক্রম চালানোর জন্য নির্দেশনা দিয়েছি, চিঠি দিয়েছি। পত্রিকায়ও এ নিয়ে রিপোর্ট হয়েছে। এটা তো ওপেন ডকুমেন্ট, গোপন কিছু না।’
এনবিআর নিজস্ব গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘আমাদের দুই গোয়েন্দা (কেন্দ্রীয় গোয়েন্দা সেল-সিআইসি ও আয়কর গোয়েন্দা) ও কর অঞ্চলের প্রতিটি জোন প্রতিটি সার্কেল তাদের নিজস্ব গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে। সবাই পুরোপুরি কাজ করলে ইনশাআল্লাহ ভালো ফল আসবে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available